পানছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক

Published: 09 Jun 2021   Wednesday   

মঙ্গলবার  খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পর্যায়ে পার্বত্য জেলার প্রেক্ষিতে  পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান  এর সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা  তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিৎ মিত্র চাকমা, লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর উপজেলা কো অর্ডিনেটর ডরথি চাকমা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পাড়া কার্বারী বিমল কান্তি চাকমা প্রমুখ।
 
সভার শুরুতে লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর জেলা টেকনিক্যাল কো অর্ডিনেটর  হ্যাপি দেওয়ান লীন প্রকল্পের কার্যক্রম, পার্বত্য খাগড়াছড়ি জেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি,বর্তমান অবস্থা ,অগ্রাধিকার সমস্যা সমুহ নিয়ে উপস্থাপন করেন।
 
সভায়, উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্যরা, লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর ইউনিয়ন এলএসপিরা, পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধি , ইউনিয়ন এলএসপি, উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, সিভিল কমিউনিটির প্রতিনিধিরা  অংশ নেন। 
 
সভায় বক্তারা উপজেলার তৃণমুল পর্যায়ে পুষ্টির ধারণা পৌছাতে  উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধিদের সচেতন থাকতে হবে। মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগের মাধ্যমে সকলকে পুষ্টি ধারণা দিতে হরে। লীনের ইউনিয়ন এল এস পি’ দের  প্রশিক্ষনের ব্যবস্থা করে আরোও জনসচেতনতা বাড়ালে পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত