বরকলের ছোট হরিণা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি দোকান ঘর পুড়ে ছাই

Published: 31 May 2021   Monday   

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে আগুনে ১টি মসজিদ,১টি মাদ্রাসাসহ ৩২টি দোকান ঘর ও বসত বাড়ী পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তবর্তী বাজারে এ ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তবর্তী ছোট হরিণা বাজারের আবু আহম্মেদ দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দোকানে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের কারণে আগুনের লেলিহান শিখা বাজারের চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ১টি মসজিদ. ১টি মাদ্রাসা, ৭টি বসত ঘর ও ২৩টি দোকান ঘর পুড়ে যায়। এতে স্থানীয় লোকজন ও ১২ বিজিবির সহায়তায় প্রায় ৬ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকালের দিকে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ তিন হাজার করে অর্থ প্রদান করেন।


উল্লেখ্য, বরকলে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতি বছর অগ্নিকান্ডে কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়।


ছোট হরিণা বাজার কমিটির আহ্বায়ক সাইফূ ইসলাম মনির দাবী করেছেন আগুনে ৫ কোটি টাকার মালামালের ক্ষতিগ্রস্থ হয়েছে। বরকলে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।


ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন জানান, আগুনে ১টি মসজিদ,১টি মাদ্রাসাসহ ৩২টি দোকান ঘর ও বসত বাড়ী পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা কেউ ভালো কওে জানাতে পারেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/এই.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত