পানছড়িতে দুর্বৃত্তদের হাতে এক বৌদ্ধ ভিক্ষু আহত,এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশ

Published: 31 May 2021   Monday   

খাগড়াছড়ির পানছড়িতে শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে  দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারে এ ঘটনা ঘটে। তিনি পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারের অধ্যক্ষ।


স্থানীযরা জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে জোর করে বিহার অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবিরের কক্ষে প্রবেশ করে। এতে দুর্বৃত্তরা তাকে এলোপাতারিভাবে দা দিয়ে কোপাতে থাকে আর লোহার রদ দিয়ে আঘাত করে। এতে মৃত ভেবে দুর্বৃত্তরা ওই ভিক্ষুর কাছে থাকা টাকা পয়সাসহ বিহারের মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভিক্ষুর জ্ঞান ফিরলে এলাকাবাসীকে খরব দিলে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে প্রথমে পানছড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসাতালে পাঠনো হয়েছে।


এ ঘটনায় উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ প্রতিবাদে রোববার বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পূজগাং বাজার, পানছড়ির কানুঙগো পাড়া ঘুরে এসে পানছড়ি-লোগাং বাজার সড়কে লাল্ল্যে আদাম বটগাছের নিচে সমাবেশ করে। প্রজ্ঞা সাধনাপুর বনবিহার উন্নয়ন কমিটির সভাপতি মতিলাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, মহিলা মেম্বার সুশিলা চাকমা, সমাজ সেবক বিপুল চাকমা প্রমুখ।

 

সামবেশে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


পানছড়ি থানার ওসি মো: দুলাল হোসেন জানান, ঘটনা শুনার সাথে সাথে তিনি আহত ভিক্ষুকে পানছড়ি উপজেলা হাসপাতালে দেখতে যান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে না নেওয়া পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এ তবে ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/ এ ই.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত