পানছড়িতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত

Published: 23 May 2021   Sunday   

তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে বিপর্যস্থ জনজীবন।  বৃষ্টি না থাকায় প্রত্যন্ত এলাকায় পানি সংকট দেখা দিয়েছে।  শুকিয়ে গেছে নদী, ছড়া, ঝরনার পানি।  এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আয়ুব নগরে।

 

রবিবার সকালে (২৩ মে) এই প্রার্থনা অনুষ্ঠিত হয় স্থানীয় আয়ুব নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।  প্রার্থনায় গ্রামের শিশু বৃদ্ধরাও অংশ নেন। এ সময় মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো: আলী হোসেন কারিমী।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ মেম্বার জানায়, দীর্ঘ ষাট বছর বয়সে এভাবে খরা অনাবৃষ্টি তিনি কোনদিন দেখেননি।


---হিলবিডি/সম্পাদনা/এ,ই,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত