মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং পোয়ে উৎসব বা মৈত্রী পানি বর্ষণ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে।
শহরের রাজার মাঠ সংলগ্ন একটি রেষ্টোরেন্টে সংবাদ সন্মেলনে উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মং চিং নু মারমা এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উৎসব উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি ও কাউন্সিলর বাবু মং হ্নৈ চিং মারমা,সহ-সভাপতি মং মং চিং মারমা,সাধারণ সম্পাদক কো কো ওয়াই মারমা,সাংস্কৃতিক সম্পাদক সাজু।
সংবাদ সন্মেলনে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল ৮টায় পুরাতন রাজবাড়ি মাঠ হতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। ১৪ এপ্রিল দুপুর ২টায় সাংগু নদীর পাড়ে বুদ্ধ মূর্তি স্নান। ১৫ এপ্রিল বিকাল ৩টায় পুরাতন রাজবাড়ির মাঠে মৈত্রী পানি বর্ষণ ও বান্দরবান মারমা শিল্পী গোষ্ঠী এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ এপ্রিল বিকাল ৩টায় রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও মিউজিক্যাল ব্যান্ড-ঙোয়েলারং এফ.এম ও স্থানীয় শিল্পীবৃন্দদের পরিবেষনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মৈত্রী পানি বর্ষণ উৎসবের সহযোগিতা করছে প্রাণ আপ,উপজাতীয় ঠিকাদার সমিতি। বর্তমানে এ উৎসবকে ঘিরে বান্দরবানের ঘরে ঘরে সাজ সাজ রব। সকল সম্প্রদায়ের জনগন অধীর আগ্রহ সহকারে দিনটি অপেক্ষায় রয়েছে। উৎসবের মিডিয়া পার্টনার ৭১ টেলিভিশন। এছাড়া সরাসরী উৎসব অনুষ্ঠান সম্প্রচার করবে বেসরকারী টেলিভিশন যমুনা ও ৭১ টেলিভিশন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.