বুধবার জুরাছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মৈদং ইউনিয়নের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমাকে সভাপতি, ১৩৭ নং পানছড়ি মৌজার হেডম্যান প্রদীপ কুমার চাকমা সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন ও পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা হয়। ১২ জানুয়ারী পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা ভিত্তিতে বাজেট প্রনয়ণ করা হয়। এদিকে ১৩ জানুয়ারি জুরাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যানন চাকমাকে সভাপতি ও ১৪৭ নং লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন ও পুষ্টি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রনয়ন করা হয়। ১৩ জানুয়ারী বাজেট প্রনয়ণ করা হয়।
উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালা লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রেশন (নীল) প্রকল্পের সহযোগীতায় জুম ফাউন্ডেশন আয়োজন করে। কর্মশালায় লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রেশন (নীল) উপজেলা সমন্বয়ক উদ্ভাসন চাকমার সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, সচিব, হেডম্যান, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি সেবা প্রদানকারী দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, সঠিক পরিকল্পনার দুর্বলতার কারণে প্রতি বছর দুর্গম অঞ্চনের জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুরা পুষ্টি হীনতায় ভুগছে। সকলের সম্মিলিত সহযোগীতায় এই সমস্যা থেকে উত্তোরণ এগিয়ে আসতে হবে।
বক্তারা আরো বলেন, পাহাড়ে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সম্ভাবনা ময় পরিবেশ রয়েছে। তবে পরিকল্পিত পরিকল্পনা গ্রহন করা সম্ভব হলে এলাকায় বেকার-যুব সমাজকে আত্ম-কর্মস্থান সৃষ্টি করে দেওয়া সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.