বরকল পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

Published: 14 Jan 2021   Thursday   

রাঙামাটির বরকল উপজেলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি(ইউনিয়ন-এমএসপি)গঠন ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি,শিক্ষক,প্রথাগত কারবারী হেডম্যানদের নিয়ে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের অাওতায় ছোট হরিণা বাজারে ভূষণছড়া  ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  কর্মশালায় ভূষণছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ অাব্দুর সবুর তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশসুর চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা।

 

এসময় স্বাস্থ্য সহকারি করণ চাকমা,সূর্যের হাসি ক্লিনিক এর প্যারামেটিক সবিতা চাকমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞা জ্যোতি চাকমা  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

সভা শেষে ভূষণছড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনূর রশীদ মামুন কে সভাপতি ও  ১৫৮নং মাউদুং মৌজার হেডম্যান দীপেন দেওয়ানকে  সদস্য সচিব নির্বাচিত করে ২১জন সদস্যবিশিষ্ট ভূষণছড়া ইউনিয়নে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়। অার এ নব গঠিত পুষ্টি সমন্বয় কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুনিশ্চিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যাশা রাখা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত