রাঙামাটির কতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকে বেইলি ব্রীজ ভেঙ্গে গিয়ে চালকসহ ৩ শ্রমিকের মৃত্যু

Published: 12 Jan 2021   Tuesday   

রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বেইলি ব্রিজ ধসে পাথরবোঝাই ট্রাক বড়মহাপুরম খালে পরে চালকসহ তিন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে পাথরবোঝাই নিয়ে খাগড়াছড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক চট্টগ্রমের রাঙ্গুনিয়া থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য যাচ্ছিলো। এতে রাঙামাটির সদর উপজেলা ও নানিয়ারচর উপজেলা সংযোগকারী কুতুকছড়ি বাজার এলাকায় বড়মহাপুরম খালের উপর বেইলি ব্রিজ পার হওয়ার সময় বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে ব্রিজটি ভেঙে খালে পাথর বোঝাই ট্রাকটি পড়ে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা চালকসহ তিন নিখোঁজ হন। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসে ডুবুরিরা তিন জনের মৃত দেহ উদ্ধার করে। তাঁরা হলেন, কক্সবাজারের চকরিয়ার চালক মো. আরাফাত হোসেন (৪৫) , খাগড়াছড়ির রামগরের ট্রাকচালকের সহকারী মো. বাচ্চু মিয়া (৩৫) ও সিরাজগঞ্জের রায়পুরের মো. জহিরুল ইসলাম (৪৭)। খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে বেইলি ব্রিজ ভেঙে পড়ায় রাঙামাটি,নানিয়ারচর ও খাগাড়ছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। তবে আটকা পড়া মানুষ নৌকা ও বাঁশের ভেলা দিয়ে পারাপার হয়ে গন্তব্যে যাচ্ছেন।


কতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. করিব হোসেন বলেন, ট্রাক চালকসহ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত