রাঙামাটির কৈতুরখিল মারমা পাড়ায় অসহায় ও ছিন্নমুল মানুষের পাশে ফ্রাংকো হিল চাইল্ড হোম

Published: 12 Jan 2021   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের দুর্গম অবহেলিত গ্রাম কৈতুরখিল মারমা পাড়া গ্রামের শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বান্দরবানের মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম। 

 

জানা গেছে, রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং ইউনিয়নে অবস্থিত দুর্গম ও অবহেলিত গ্রাম কৈতুরখিল মারমা পাড়াটি। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় অবহেলিত ও দুর্গম এই কৈতুরখিল মারমা পাড়া গ্রামে কনকনে শীতে কাপছে অসহায় ছিন্নমুল মানুষেরা। এই খবর দেখে মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে সুদুর বান্দরবান থেকে আসা মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম।

 

মঙ্গলবার পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সহায়তায় দুর্গম অবহেলিত এই কৈতুরখিল মারমা পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল,শিশুদের জন্য শীতের কাপড় জ্যাকেট ও খাদ্য সহায়তা প্রদান করেন ফ্রাংকো হিল চাইল্ড হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মংঞো মারমা। বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে এসময় পার্বত্য মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ক্যাথোয়াই প্রু মারমা, মংশিহ্লা মারমা, পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সহ-সভাপতি কিকো দেওয়ান,সাংবাদিক সুমন্ত চাকমা, পাড়ার কার্ব্বারী মঞ্চ মারমা,পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চিম্পু চাকমা, সাংগঠনিক সম্পাদক ধর্ম প্রিয় চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে অথিতিরা শীতবস্ত্র হিসেবে গরীব ও অসহায় ছিন্নমুল ৫৩ পরিবারের মাঝে ৮৩টি কম্বল, শিশুদের শীতের গরম কাপড় হিসেবে জ্যাকেট এবং খাদ্য সামগ্রি আলু, তৈল, পিয়াজ বিতরণ করেন।


অতশিপর বৃদ্ধা হুমাচিং মারমা ও লাইচিং মারমা। অন্যান্যরাও একই কথা বললেন দুর্গম অসহায় দরিদ্র এলাকা বলে তাদের এই কনকনে শীতের দিনে কোন সরকারী-বেসরকারী সংস্থা এগিয়ে আসেনি। কিন্তু মানবতার মনোভাব নিয়ে এগিয়ে এসেছে সুদুর বান্দরবানের মানবিক সংস্থা ফ্রাংকো হিল চাইল্ড হোম। এই শীতের দিনে কম্বল পেয়ে তারা ভীষণ খুশি।


তয়াংক্রা মারমা(৬৫) ও অংতোআই মারমা (৬০) জানান, বয়জেষ্ঠ্যতা হয়ে পরাই আয় রোজগারও করা সম্ভব হচ্ছে না। দিন দিন শীত বেশী করে পড়ছে। শীত নিবারনের জন্য কম্বল পেয়ে তারা খুশি। পাড়ার কার্ব্বারী মঞ্চ মারমা জানান, পাড়ার সবাই জুম ও দিন মজুরের উপর নির্ভশীল। যেখানে নুন আনতে পান্টা পুরিয়ে যায়, সেখানে কারোর পক্ষে শীতের কাপড় কেনার সম্ভব নয়। তবে ফ্রাংকো হিল চাইল্ড হোম এই মানবতার হাত বাড়ানো হিসেবে কম্বল, শিশুদের জ্যাকেট ও খাদ্য সামগ্রি তিনিসহ তার গ্রামবাসীরা কতৃজ্ঞ ও খুশি।


ফ্রাংকো হিল চাইল্ড হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মংঞো মারমা জানান, সম্প্রতি বিভিন্ন মিডিয়ার প্রকাশিত হয় অবহেলিত ও দুর্গম এই কৈতুরখিল মারমা পাড়া গ্রামে কনকনে শীতে কাপছে অসহায় ছিন্নমুল মানুষেরা। এসব খবর দেখে মানবিক সহায়তা হিসেবে যৎসামান্য শীত বস্ত্র হিসেবেকম্বল, শিশুদের জ্যাকেট ও খাদ্য সামগ্রি বিতরনের জন্য এগিয়ে এসেছি। এই গ্রামটি দুর্গম হওয়ায় সত্যিই অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তিনি তার নিজের উদ্যোগে এই মারমা পাড়া গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত