আদিবাসীদের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হলে ভূমি ও ভূখন্ডগত অধিকারের বিষয়টিও নিশ্চিত করতে হবে

Published: 09 Apr 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে সংস্কৃতির উন্নয়ন, আদিবাসী  প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

সভায় বক্তারা বলেছেন,  আদিবাসীদের সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হলে ভূমি ও ভূখন্ডগত অধিকারের বিষয়টিও নিশ্চিত করতে হবে। কারণ সাংস্কৃতিক অধিকার  ভূমি ও ভূখন্ডগত অবিচ্ছেদ্য অংশ। তাই আদিবাসীদের সাংস্কৃতিকে রক্ষা করতে নিজেদের সংস্কৃতি বিকৃতির শিকার থেকে মুক্ত ও সচেতন হতে  হবে। বক্তারা আধিবাসীদের  সংস্কৃতিক রক্ষায় সরকারকে এগিয়ে  আসার আহ্বান জানান।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিউিট গেস্ট  হাউস হল রুমে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার উদ্যোগে আলোচনা সভায়  মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী।  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা, আইনজীবি সুস্মিতা চাকমা ও সাংবাদিক হরিকিশোর চাকমা। অনুষ্ঠান পরিচালনা কওে টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।

 

আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরাসহ ৩০ জন অংশ গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত