রোববার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেডিক্যাল ক্যাম্প, শীতবস্ত্র ও ত্রান বিতরণ করা হয়েছে।
জুরাছড়ি জোনের উদ্যোগে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্প, শীতবস্ত্র ও ত্রান বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আক্তারু জ্জামান ফয়সাল। এ সময় জোন উপ অধিনায়ক মেজর নাজমুল হাসান, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন শিমুল কান্তি দেসহ সেনাবাহিনীর পদস্থ্যকর্মকর্তা, স্থানীয়গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় ১শ জনকে চিকিৎসা সেবা ও ঔষধ, ২৫ জনকে কম্বল, ১৬ জনকে সোয়াটার, ১৬ জন হত দরিদ্রকে ত্রান (চাল, ডাল, তৈল, আলু প্রভৃতি) বিতরণ করা হয়।
এ সময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে বাংলাদেশ সেনা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে এলাকায় কোন প্রকার অবৈধ চাঁদাবাজদের পশ্রয় দেওয়া যাবেনা। তাদের আনাগোনা চোখে পরলেই আইন শৃংখলা বাহিনীকে অবগত করার পরামশ্য দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.