যাত্রীসেবা নিশ্চিতে মান-সম্মত দূরপাল্লার নন-এসি বাস সার্ভিস রাঙামাটি টু ঢাকা- আব্দুল্লাহপুর ও ময়মনসিংহ রিলাক্স পরিবহনের শনিবার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এ দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিতে এ রিলাক্স পরিবহনের বাস সার্ভিসটি চালু করা হয়েছে।
শহরের পুরাতন বাস ষ্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী। চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও সাবেক চেয়ারমান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রমুখ। এসময় বাস মালিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে রিলাক্স পরিবহনের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী।
সভায় বক্তারা বলেন, প্রতিদিন রাত ৮.৩০মিনিটে রাঙামাটি থেকে ২টি রিলাক্স পরিবহন ঢাকা হয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা আব্দুল্লাহপুর হতে রাঙামাটি উদ্দেশ্যে ১বার বার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙামাটির প্রত্যেকটি রাঙামাটি টু চট্টগ্রাম পাহাড়িকা বাস সার্ভিসের সকল টিকেট কাউন্টারে রিলাক্স পরিবহনের টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে। অন্যদিকে রাঙামাটি টু ময়মনসিংহ ১টি বাস সার্ভিসটি অতিদ্রুত আসা যাওয়ার জন্য পদপে ও এসি বাস সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
সাধারন যাত্রীরা জানান, ঢাকা ও ময়মনসিংহ বাস সার্ভিস ৩টি অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন বাস মালিকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.