দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় অভিযোগের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

Published: 05 Jan 2021   Tuesday   

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি চলাকালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। বক্তব্যে দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস, যুব ইউনিয়নের জেলা শাখার সভাপতি এমজিসান বখতেয়ার, জেলা যুব দলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন,সংস্কৃতি কর্মী মনি পাহাড়ী, সাংবাদিক শান্তিময় চাকমা, লংগদু উপজেলার সাংবাদিক আরমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন অনলাইনের সম্পাদক, প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেন।


প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবী জানান।


উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার কন্যা নাজনীন আনোয়ার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহী ও আলোকিত রাঙামাটি নামের অপর একটি অনলাইনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ দুটি অভিযোগ তদন্তের জন্য অনুমতি চাইলে আদালত অনুমতি প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত