অদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু আগাম শুভেচ্ছা জানিয়ে বুধবার খাগড়াছড়ি’তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শহরের শাপলা চত্বর এলাকায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ”ক” অঞ্চল খাগড়াছড়ি সমন্বয়ক চাইথোয়াই মারমা সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রজ্ঞাবির চাকমা, পার্বত্য চট্টগ্রাম পিচ মেকার এলায়েন্সের সভাপতি নমিতা চাকমা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) কেন্দ্রীয় কমিটি’র তথ্য ও প্রচার সম্পাদক ও সাংবাদিক চাইহ্লাউ মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাপ্র“ মারমা প্রমূখ ।
এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মংশি মারমা, কমলছড়ি পাইলট পাড়া মহিলা সমিতি’র সম্পাদিকা কিরনা চাকমাসহ এলাকার নারী-পুরষ অংশ গ্রহন করেন ।
বক্তারা বিরাজমান সংঘাতময় পরিস্থিতি অবসান ঘটিয়ে রাজনৈতিক উপায়ে সরকারের সাথে পার্বত্য চুক্তি সম্পাদিত ধারা গুলো খুব দ্রুত বাস্তবায়নের আহবান জানান। পাশাপাশি বক্তারা সরকারে বিরোধীদলের থাকা প্রতিশ্র“তি দেয়া আদিবাসীদের(চাকমা-মারমা-ত্রিপুরাসহ ১৩টি জাতি গোষ্ঠি সমূহ) সাংবিধানিক স্বীকৃতি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.