বৈসুক-সংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে জুরাছড়িতে বর্নাঢ্য র‌্যালী

Published: 08 Apr 2015   Wednesday   

বৈসুক-সংগ্রাই-বিজু-বিহু-এর উপলক্ষে বুধবার জুরাছড়িতে বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

উপজেলা মাঠে আয়োজিত বৈসুক-সংগ্রাই-বিজু-বিহু-এর জুরাছড়ি উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। অনুষ্ঠানের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি মায়া চান চাকমা, নবীন গ্রাম প্রধান(কার্ব্বারী) আশা ব্রত চাকমা, বৈসুক, সংগ্রাই, বিঝু উদযাপন কমিটির আহ্বায়ক সুমিত চাকমা (ভাগ্য), বিএনপির সংগঠনিক সম্পাদক জাপানী বিজয় দেওয়ান প্রমুখ।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে একটি বনার্ঢ্য র‌্যালী উপজেলা পরিষদের প্রঙ্গন থেকে র‌্যালী শুরু করে যক্ষা বাজার, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদক্ষিণ করে উপজেলা মাঠে শেষ হয়। পরে প্রধান অতিথি র‌্যালী ও আদিবাসীদের বিভিন্ন খেলাধুলার  উদ্ধোধন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিতি বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংস্কৃতি ক্রমন্বয়ে হারিয়ে যাচ্ছে। এ সংস্কৃতিকে সরকাররের পাশাপাশি সকলকে সংরক্ষনে এগিয়ে আসতে হবে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা যুগে যুগে তাঁরা সহজ-সরল ও উদার মনের। কিন্ত তাঁদের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। এ সব সংস্কৃতি সরকারের কাছে তুলে ধরতে স্থানীয় প্রসাশনকে এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত