রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Published: 27 Dec 2020   Sunday   

রোববার রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের তিনটি দুর্গম পাহাড়ি গ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট।

 

স্থানীয় সংগঠন সবুজ খামের সহায়তায় ‘এই শীতে পাহাড়ে উঞ্চতা পৌঁছে যাক সবুজ খামে’ শ্লোগানে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক সুশীল প্রসাদ চাকমা। এসময় ট্রাষ্টের সভাপতি প্রগতি খীসা, নির্বাহী সদস্য রুশা চাকমা, রিন্টু খীসা, সবুজ খামের নির্বাহী প্রমী খীসা, রুদ্র রায়, জ্ঞান বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। এসময় পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রষ্টের পক্ষ থেকে বন্দুকভাঙ্গার তিন গ্রামের ৭৮ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 

এছাড়া শনিবার খাগড়াছড়ির পানছড়িতে কম্বল বিতরণ করেছেন, ওই ট্রাস্টের নির্বাহী সদস্য জিনামণি চাকমা ও উমা চাকমা। এর আগে বান্দরবান জেলার কয়েকটি পাহাড়ি গ্রামের ৫২ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট এবং সবুজ খাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত