রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনিয়নের ইউপিডিএফ’র ৪ সহযোগীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শনিবার সন্ধ্যার দিকে সাজেকের মেলাছড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা/স্মৃতি (৪২), বিকাশ চাকমা/বাইট্যা (৩৫) এবং অনিল চন্দ্র চাকমা (৬০)।
এসময় আটকৃতদের তল্লাশি করে ০২টি দেশীয় তৈরী এলজি ০৫ রাউন্ড এলজি এর এ্যামুনিশন, ০৩টি চাঁদা রশিদ বই, ০৪টি মোবাইল, ০২টি প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার, ০১ সেট ইউপিডিএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রিয় কমিটির বার্তা এবং নগদ ২,১১৪ টাকা সহ ০৪ জনকে আটক করা হয়।
নিরাপত্তাবাহিনী পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সাজেক থানাধীন মেলাছড়া পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাংখিত ঘটনা রোধকল্পে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সাজেক থানাধীন ছদুকিছড়া এলাকায় শহীদ লে: মুশফিক আর্মি ক্যাম্পের চেক পোষ্ট কর্তৃক তল্লাশী কার্যক্রম চলাকালীন সময়ে ঘটিকায় ২টি মোটর সাইকেল তল্লাশি করে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আটককৃত সন্ত্রাসীদেরকে উদ্ধারকৃত দ্রব্যাদিসহ সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে সাজেক থানার এসআই নঈমুল জানায় অস্ত্রসহ আটকৃতদের আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হচ্ছে। তাতেরকে কোর্টে প্রেরণ করা হবে।
এদিকে,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাজেকে চার গ্রামবাসীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.