রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বড় দিন উদযাপিত

Published: 25 Dec 2020   Friday   

খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন শুক্রবার বসন্ত পাংখোয়া পাড়াসহ রাঙামাটির বিভিন্ন স্থানে করোনামুক্তির প্রার্থনাসহ বিশ্বের শান্তি কামনা করে যথাযোগ্য ধর্মীয় মর্যদায় পালিত হয়েছে।


রাঙামাটি উপজেলা সদরের বালুখালী ইউনিয়নের দুর্গম বসন্ত পাংখোয়া পাড়ায় বড় দিন উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানের মধ্য ছিল কীর্তন, ধর্মীয় প্রার্থনা, বড় দিনের কেক কাটাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্ত পাংখোয়া পাড়া গীর্জায় ধর্মীয় প্রার্থনা দেন গীর্জার প্রধান পাষ্টর রিনজাও পাংখোয়া। এসময় পাষ্টর জৌথাং পাংখোয়া রাম লিয়ান পাংখোয়া, লালসোয়ান পাংখোয়া, জীবন পাংখোয়া, রামজ্ওা পাংখোয়া অভিয়াক পাংখোয়া,সানলাই পাংখোয়া,এলপুই পাংখোয়া উপস্থিত ছিলেন। উৎসবে বসন্ত পাংখোয়া পাড়া ছোট বড় থেকে সবাই উৎসবে মেতে উঠেন।

 

এছাড়া রাঙামাটি শহর তবলছড়ির খ্রিষ্টান পল্লীসহ বিলাইছড়ি পাংখোয়া পাড়া,জুরাছড়ি গন্দাছড়া পাংখোয়া পাড়াতে বড় দিনের উৎসব পালিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত