মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে কবিতা লেখার অপরাধে আটক ১

Published: 22 Dec 2020   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধুকে কটুক্তি করে  কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।

 

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে  কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। অভিযুক্ত মতিউর রহমান পলাশ মহালছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের মৃত সরাফুল ইসলামের পুত্র।

 

 মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান ২২ ডিসেম্বর মঙ্গলবার বাদি হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় এজাহার দায়ের করেন।

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, অভিযুক্ত  মতিউর রহমান পলাশ "মুজিবের মূর্তি" শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত  করে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। 

 

এছাড়াও উক্ত পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভ সহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

অভিযুক্তের বিরুদ্ধে  মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯ ও ৩১ ধারায় মামলা রজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত