পানছড়িতে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 22 Dec 2020   Tuesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে অমুপম - হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।


মাঠের শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টের উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ভূমিদাতা হিমাংশু চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা,পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান অলি, সাংবাদিক ও উপজেলা ক্রীড়া সংগঠক শাহজাহান কবির সাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


লোগাং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় উদ্ভোধনী মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ২০ টি দলের অংশ গ্রহনে ১ম দিনে বাবুরা পাড়া একাদশ বনাম দমদম স্পোর্টিং ক্লাব খেলায় অংশ গ্রহন করে। এতে বাবুরা পাড়া একাদশ দমদম স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে একধাপ এগিয়ে রইলো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত