বরকলে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

Published: 20 Dec 2020   Sunday   

সরকারের ১০ বছর মেয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলাগুলোতে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করার লক্ষ্যে তিন পার্বত্য জেলা ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রথাগত কার্বারী, হেডম্যান, সার্কেল চীফ,পার্বত্য জেলা পরিষদ এর ভূমিকা অগ্রগণ্য।

 

অন্যদিকে ইউনিয়ন, পাড়া বা গ্রাম থেকে পুষ্টি সম্পর্কিত চাহিদা, সচেতনতা ও নেতৃত্ব জরুরি। এ বিষয়কে সামনে রেখে লিন প্রকল্প উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ, হেডম্যান কার্বারীগণের উপস্থিততে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন  কর্মশালার আয়োজন করেছে।

 

তারই ধারাবাহিকতায় রাঙামাটির বরকল উপজেলায় জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের অাওতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটি(ইউনিয়ন-এমএসপি)গঠন ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অাইমাছড়া ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি,ইউনিয়ন সচিব,সরকারি কর্মকর্তা(ইউডিসিতে অন্তর্ভুক্ত),প্রথাগত হেডম্যান -কার্বারী,স্কুল শিক্ষক,গণমাধ্যমকর্মী ও  সমবায় সমিতি প্রতিনিধিদের নিয়ে রোববার দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালায় অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমার সভাপতিত্বে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা,উপজেলা জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুয়েল চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

সভা শেষে  অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাকে সভাপতি ও ১৫৫ নং হেডভরিয়্যা মৌজার হেডম্যান পতুল চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫জন সদস্যবিশিষ্ট অাইমাছড়া ইউনিয়নে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়। নব গঠিত পুষ্টি সমন্বয় কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাঠ পর্যায়ে সুনিশ্চিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করার প্রত্যাশা  ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত