লক্ষ্মীছড়িতে পিস্তল ও গুলিসহ এক যুবক আটক

Published: 07 Apr 2015   Tuesday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সোমবার গভীর রাতে আইন-শৃংখলাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে । আটক যুবকের নাম মোঃ সৈয়দ আলী(২৬)। তাকে মঙ্গলবার সকালে পুলিশ খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত । 

 

জানা যায়,সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আইন-শৃংখলাহিনীর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়ুরখীল এলাকায় অভিযান চালায়। এ সময় এলাকার বাসিন্দা মোঃ আব্দুল খালেকের মেজো ছেলে সৈয়দ আলী মদ্যপ অবস্থায় আটক করা হয়। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার শরীর তল্লাসী করলে ১টি ৯এমএম বোরের চায়না পিস্তল ও ৩রাউন্ড গুলি  পাওয়া যায় । রাতেই তাকে অস্ত্র ও গুলিসহ লক্ষ্মীছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।


লক্ষ্মীছড়ি থানার এসআই মোঃ রমজান আলী সত্যতা স্বীকার করে জানান, অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত