কোভিড-১৯ মহামারির এর বিশেষ পরিস্থিতির মধ্যে বুধবার খাগড়াছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ভোর ৬টায় ৩১ বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এবারের বিজয় দিবস ভিন্নভাবে পালিত হয়। সকালে স্মৃতিসৌধে ভীড় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে যে যার সুবিধা অনুযায়ী পুষ্পমাল্য অর্পণ করতে বলা হয়েছে। তাই ভোরে স্মৃতিসৌধে তেমন ভীড় ছিলো না, পুষ্পমাল্যঅর্পণ করতে তেমন হুড়োহুড়ি ছিলো না।
বিজয় দিবস বিভিন্ন সরকারি দপ্তরগুলো নিজেদের মতো করে উদ্যাপন করে। প্রতিবছর বিজয় দিবসের কুচকাওয়াজ খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার তা বাতিল করা হয়েছে।
সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিরা স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি সন্মান জানান। স্মৃতিসৌধ এলাকায় পুলিশ শান্তি শৃংখলা ও নিরাপত্তায় নিযোজিত ছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.