রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Published: 16 Dec 2020   Wednesday   

বুধবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।আজ হাজার বছরে বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দিনেই বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব মানচিত্র আর চির গৌরবের পতাকা। 

 

একাত্তরের এই দিন বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে সগৌরবে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর মাত্র কয়েকদিন পর বাঙালির স্বাধীনতা অর্জন ও বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপনের বছর শুরু হচ্ছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে `মুজিববর্ষ` চলাকালেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মিলনে জাতি প্রবেশ করছে অনন্য এক অধ্যায়ে।

 

দিবসটি উপলক্ষে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কর স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এর পর পর ভোরের দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধারা।

 

এদিকে, সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা নিখিল কুমার চাকমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন তারা।


অরপদিকে জেলা বিএনপির সভাপতি শাহ আলম ও সাধারন সম্পাদক দীপন তালুকদারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জেলা জাতীয় পার্টি সভাপতি হারুন মাতব্বর ও সাধারন প্রজেশ চাকমার নেতৃত্বে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সৌখিন চাকমার নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

অন্যদিকে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়ের চাকমা সার্কেল থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। তাছাড়া জেলা সিভিল সার্জন বিপাশ খীসাসহ বিভিন্ন সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।


শহীদ মিনারে পুষ্পমার‌্য অর্পনের পর পর আগত সকল শ্রেণী পেশার মানুষ নিরবে দাঁড়িয়ে বীর শহীদদের উদ্দেশ্য শ্রদ্ধা নিবেদন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত