বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ খাগড়াছড়িতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিক্ষোভ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অববাননা ও ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি প্রেস কাবের সামনে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বুদ্ধিজীবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন। সভায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাংবাদিক আবু দাউদ, নাট্য সংগঠক আজিম উল হক, শিক্ষক নেতা স্বপন চৌধুরী, খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের যুগ্ন সহ সভাপতি ফরিদুজ্জামান স্বাধীন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল তাদের উত্তরসূরীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত। নতুন করে এই শক্তি জাতির জনককে নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। সভা থেকে বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.