বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত

Published: 15 Dec 2020   Tuesday   

মঙ্গলবার  বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।

 

বরকলে  বেসরকারি সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় পুষ্টি মেলায় অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।  বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, জেলার লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা।বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষীরাজ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর। এসময় বরকল উপজেলার জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুয়েল চাকমা ও তাপস চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা,সহকারি শিক্ষক লালন বিকাশ চাকমা,সহকারী শিক্ষিকা বাসরিকা দেওয়ানসহ বরকলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুষ্টি মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

উক্ত পুষ্টি মেলায় প্রদর্শনীতে  বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,মরা উজ্জ্যাংছড়ি, লুদিবাজছড়া এবং ভূদোছড়া এএসপি,বাগছড়ি পাড়া নারী উদ্যোক্তা কেন্দ্র ও বাগছড়ি কিশোর-কিশোরী দল সহ মোট ৫ টি দল অংশগ্রহণ করেন। এছাড়া  জনসাধারণের পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে জনসচেতনতামূলক লোকসঙ্গীত,নাটিকা পরিবেশনা ও করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টির বিকল্প নেই। অার এ পুষ্টি  শাক-সবজি, ফলমূল থেকে পাওয়া যায়।গুণগতমান সম্পন্ন পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই বলে তিনি মন্তব্য করেন। 

 

তিনি অারো বলেন, পুষ্টি বিষয়ক প্রোগ্রামগুলো শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়েও অালোচনা করা উচিত বলে মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। 

                                             

সভাপতি বক্তব্য বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন,বরকলের মানুষ অাগে, শুধুমাত্র জানত মাছ মাংস, দুধ এবং ডিমে পুষ্টি পাওয়া যায়।কিন্তু লীন প্রকল্পের অাওতায় জুম ফাউন্ডেশনের মহতী উদ্যোগে অায়োজিত প্রোগ্রামের  মাধ্যমে শাক-সবজি, ফলমূলেও যে পুষ্টি পাওয়া যায় সে সম্পর্কে বরকলের সাধারণ মানুষ কিছুটা হলেও ধারণা লাভ করতে সক্ষম হয়েছে।

 

তিনি বলেন, পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে  তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলে পুষ্টিহীনতার ঘাটতি কমে অাসবে বলে অাশাবাদ ব্যক্ত করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত