বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বান্দরবানে র‌্যালী ও আলোচনা সভা

Published: 07 Apr 2015   Tuesday   

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার বান্দরবানে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ক্ষুদ্র নৃ গোষ্টির অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। জেলা সিভিল সার্জন ডাঃ অনুপ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য,জেলা শিক্ষা কর্মকর্তা,পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক,জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষিপদ দাশ। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়ার স্বাস্থ্য অফিসার সা শৈসিং মার্মা।

 

এর আগে স্থানীয় রাজার মাঠ হতে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্ঠিটিউট কার্যালয়ে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত