রোববার সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যালয় রাঙামাটি এর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের এনেক্স ভবনে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক ওমর ফারুক, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ শওকত আকবর খান, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক বিশ^জিৎ চাকমা, রোগী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ জাহাঙ্গীর আলম মুন্না, মোঃ কামাল উদ্দীন, দেবব্রত চৌধুরী, জহির আলম, কেতন চাকমা, বিজয়গিরি চাকমা, নাসির উদ্দীন, রাজীব কুমার পাল, রুহুল আমিন, লতিকা চাকমা, দিপালী চাকমা, মনোজ কুমার ত্রিপুরা, উদয়ন তঞ্চঙ্গা, আব্দুল মান্নান, দিলীপ কুমার চাকমা, সামছুল আলম, সৈকত রন্জন চৌধুরী, লিটন কান্তি দে, এ্যাডভোকেট মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হ্নদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের ৬জনকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা করে চেক প্রদান এবং স্বয়ং রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ফরম পূরণ করে সমিতিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরীব ও অসহায় রোগীদের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীতে রোগাক্রান্ত ব্যক্তিরা হলো সবচাইতে অসহায়। এসঙ্গে দারিদ্রতা যুক্ত হলে মানুষের অসহায়ত্ব এবং দুর্গতির আর সীমা থাকেনা। এজন্যে তিনি সমাজের বিত্তবানদের রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করে তহবিল সংগ্রহের জন্য সমিতির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.