রাজস্থলী জাতির পিতা ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সরকারি কর্মচারী-কর্মকর্তা প্রতিবাদ সমাবেশ

Published: 13 Dec 2020   Sunday   

কুষ্টিয়ায় বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য নির্মানকে ঘিরে একটি গোষ্টি সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যের পর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা বঙ্গবন্ধু মোড়লের পাশে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। সমাবেশে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিকবিদ উপস্থিত ছিলেন।

 

পরে পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান রাখতে বিশ্বেও ঐতিহ্য অংশ হিসেবে বাংলাদেশ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরী আবষ্যক। যার ফলে সরকার জাতির পিতা ভাস্কর্য তৈরি শুরু করায় দেশের এক শ্রেণী অপশক্তির মানুষ বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝাচ্ছে। বিষয়টি খুবই দুঃখ জনক। এছাড়া সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতা নির্মাধীন একটি ভাস্কর্য ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায় একটি গোষ্টি। ভাস্কর্য বিতর্ক সৃষ্টি জাতীয় উন্নয়নের ধারাকে ব্যহত করতে চক্রান্তে অংশ বিশেষ। ফলে অপশক্তিকে রুখে দাড়ানো আমাদের যথেষ্ট চেষ্টা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত