জুরাছড়িতে কাপ্তাই হ্রদে ফুটেছে শত শত শাপলা ফুল,সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন যাচ্ছেন পর্যটকরা

Published: 11 Dec 2020   Friday   

রাঙামাটির কাপ্তাই হ্রদের জুরাছড়ি উপজেলা সদরের বিলে শত শত সাদা শাপলা ফুলে ফুটেছে। এই প্রথম কাপ্তাই হ্রদের জুরাছড়ি উপজেলা সদরের বিশাল বিলে জাতীয় ফুল শাপলা ফোটায় প্রতিদিন দুর-দুরান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা ছুটে যাচ্ছেন সৌন্দর্য্য উপভোগ করতে।


রাঙামাটির উপজেলার মধ্যে পাহাড় পরিবেষ্টিত দুর্গম আঞ্চলের নাম জুরাছড়ি। চাকমা ভাষায় জুর অর্থ ঠান্ডা আর ছড়ি অর্থ ছড়া। উপজেলা সদরের দক্ষিণে সলক নদীর উজানে জুরাছড়ি নামক একটি ছড়া রয়েছে। এ জুরাছড়ির ছড়ার নামেই এই উপজেলার নামকরণ করা হয়েছে জুরাছড়ি। ১৯৮৩ সালে থানায় উন্নীত করা হয়। রাঙামাটি সদর থেকে নৌপথ হলো একমাত্র যোগাযোগ মাধ্যম। রাঙামাটি সদর থেকে জুরাছড়ি উপজেলা সদরের দুরত্ব ৫৭ কিলোমিটার। দুর্গম এই জুরাছড়ি উপজেলায় এই প্রথম এই কাপ্তাই হ্রদের উপজেলা সদর বিলের মধ্যে শত শত সাদা শাপলা ফূল ফুটেছে। বিলের যেদিকে ডাকানো যায় শুধু সাদা শাপলা ফুলের সমাহার আর সমাহার। বিলের হ্রদের বুকে এমন মনোরম পরিবেশ দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু পর্যটকরা ভিড় জমাচ্ছেন। হ্রদের বুকে ফোটা শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে ডিঙ্গি নৌকায় করে ঘুরা বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। সারি সারি সাদা শাপলা ফুলের মাঝখানে মোবাইলেও সেলফি উঠছেন অনেকে স্মৃতি হিসেবে ধরে রাখতে। আবার কেউ কেউ শখ করে শাপলা ফুল ছিড়ে নিয়ে যাচ্ছেন। উপভোগ করছেন বন্ধু-বান্থবদের নিয়ে সৌন্দর্য্য।


শাপলা ফুলের দৃশ্য উপভোগ করতে যাওয়া কলি চাকমা, যুথি চাকমাসহ অনেকেই জানান, কাপ্তাই হ্রদের জুরাছড়ির বিলে বুকে শাপলা ফোটার খবর পেয়ে তারাও সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে গেছেন। একসাথে এত শাপালা ফুল ফোটার দৃশ্য তারা এর আগে কখনও দেখেননি। তারা সত্যিই আনন্দিত।


স্থানীয় সাংবাদিক বিন্দু চাকমা বলেন, জুরাছড়ি বিলের কাপ্তাই হ্রদে শাপলা ফুল ফোটায় রাঙামাটি শহর থেকে প্রচুর পর্যটক শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে চলে আসছেন। জুরাছড়িতে এই প্রথম হ্রদের বুকে শত শত শাপলা ফুল ফুটেছে। এতে জুরাছড়িতে পর্যটকের সংখ্যা বাড়ছে, তার পাশাপাশি জুরাছড়ির পরিচিতি বাড়ছে। 


জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা শাপলা ফুল ফোটার বিষয়টি সৌভাগ্যর প্রতীক হিসেবে অখ্যায়িত করে বলেন, দুর্গম ও অবহেলিত এই জুরাছড়ি উপজেলার অনেক অর্জন রয়েছে। এ উপজেলা থেকে মহিলা কিশোরী দলের কাবাদিতে দেশের প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া রয়েছে আরো অনেক অর্জন। এ বছর জুরাছড়ি উপজেলা সদরের বিলের কাপ্তাই হ্রদের বুকে অনেক শাপলা ফুল ফুটেছে এটাও একট সৌভাগ্যর ব্যাপার জুরাছড়িবাসীর জন্য। প্রতিদিন শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে অনেক পর্যটক ছুটে আসছেন এই জুরাছড়িতে। এসব ভ্রমন পিপাসু পর্যটক শাপলা ফুল নিয়ে ছবি উঠছেন আর আনন্দ উপভোগ করছেন।

 

তিনি আরো বলেন, কোন বছর এভাবে এক সাথে শত শত শাপলা ফুল ফোটেনি। এ বছর শাপলা ফুল ফোটেছে। তাই যত পর্যটক আসবেন এই অবহেলিত জুরাছড়ি উপজেলা কোনো না কোনভাবে উন্নতির দিকে যাবে। কারণ এই সৌন্দর্য্য উপভোগ করতে বড় বড় লোকজন আসবেন তারা বলবেন জুরাছড়িকে উন্নত করা দরকার। এই  জাতীয় ফূল শাপালা ফোটায় জুরাছড়ি এখন সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণে উপজেলার একটা সুফল বয়ে আনবে বলে মনে করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত