রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন,চেয়ারম্যান হলেন অংসুইপ্রু চৌধুরী

Published: 10 Dec 2020   Thursday   

পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয়দের নিয়ে ভোটার তালিকা তৈরী না করে এবং নির্বাচন না দিয়ে সরকার মনোনীত ও দলীয় ব্যক্তিদের দিয়ে আবারো রাঙামাটি পার্বত্য জেলা তিন জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন করেছে।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্যর তালিকা বৃহস্পতিবার বিকালের দিকে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয় থেকে ই-মেইল বার্তায় পাঠানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাউখালী উপজেলার আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।


মনোনীত অন্য ১৪ সদস্যরা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সুবীর কুমার চাকমা, জুরাছড়ির আওয়ামীলীগ নেতা প্রর্বতক চাকমা, বাঘাইছড়ি উপজেলা থেকে প্রিয়নন্দ চাকমা, নানিয়ারচ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এলিপন চাকমা, জেলা যুবলীগ নেতা বিপুল ত্রিপুরা, মহিলা আওয়ামীলীগের নেত্রী ঝর্ণা খীসা, প্রাক্তন প্রধান শিক্ষক বাদল চন্দ্র দে, লংগদু উপজেলার গুলশাখালী ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রহিম ও প্রয়াত জানে আলমের স্ত্রী মোঃ আছমা বেগম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, রাজস্থলী উপজেলা থেকে নিউচিং মারমা এবং বিলাইছড়ি থেকে রেমলিয়ান পাংখোয়া।


রাষ্ট্রপতির আদেশ ক্রমে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের পরিষদ ১ শাখার উপ-সচিব সজল কান্তি বনিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ আইন(সংশোধন) ১৯৯৭ এর ১৬ ক এর ধারা(৪) উপধারা এবং রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এ ৪(২) উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদেও অর্ন্তবর্তীকালীন পরিষদ করেছে।


উল্লেখ্য, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার স্থাণীয় সরকার পরিষদের নিবার্চন অনু্িষ্ঠত হয় ১৯৮৯ সালে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির মাধ্যমে স্থাণীয় সরকার পরিষদের বদলে পার্বত্য জেলা পরিষদ নামকরণ করা হয়। এর পর থেকে সরকারের মনোনীত ও দলীয় ব্যক্তিদের দিয়ে তিন পার্বত্য জেলা পরিষদ পরিচালিত হয়ে আসছে। তবে ১৯৯৭ সালের ২নং আইন দ্বারা পার্বত্য পরিষদসমূহে ধারা ১৬ ক অনুযায়ী অন্তবর্তীকালীন পরিষদ গঠনের বিধান রাখা হয়। এ ধারায় বলা হয়েছে ১জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করবে। নির্বাচিত নতুন পরিষদ কার্যভার গ্রহন না করা পর্ষন্ত সরকার মনোনীত অর্ন্তবতীকালীন পরিষদ পরিষদেও কার্য চালিয়ে যাবে।

 

সর্বশেষ ২০১৫ সালে ২৫ মার্চ তিন পার্বত্য জেলা পরিষদেও ১জন চেয়ারম্যানসহ ১৫ সদস্য নিয়ে অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন করা হয়। পার্বত্য চুক্তি আইন অনুযায়ী স্থানীয় নিয়ে ভোটার তালিকা করার কথা থাকলেও আজও অবদি নির্বাচনের তালিকা করা হয়নি। সরকারের মনোনীত ও দলীয় মনোনীত ব্যক্তিদেও নিয়ে ৫ বছর মেয়াদী তিন পার্বত্য জেলা পরিষদগুলো অন্তবর্তীকালীন পরিষদ হিসেবে পরিচালিত হয়ে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত