রাঙামাটি সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের জেলা পরিষদ সদস্য মনোয়ারার বেগম ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহানের উদ্যোগে শহরের ভেদভেদিস্থ সরকারী শিশু পরিবার কার্যালয় প্রাঙ্গনে সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শীতকালীন খেলা ধুলার অংশ হিসেবে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। বিতরণকালে জেলা সমাজ সেব কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সরকারী শিশু পরিবার কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ` সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়াসামগ্রীর মধ্যে রয়েছে ১২টি ব্যাটমিন্টন, ২সেট নেট ও ৩ ডজন কক তুলে দেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।
বিতরণকালে পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, ভালো মানের শিক্ষার্থী তৈরী হতে হলে, ভালো মানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজনীয়তা অনেক গুরুত্ব বহন করে। এ জন্যই তোমাদের মাঝে এই ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনে এ জেলার অনেক সুনাম রয়েছে। দেশের জাতীয় পর্যায়ে এ জেলার অনেক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে খেলার সুযোগ পেয়েছে। তাই পড়ালেখার পাশাপাশি ভালো খেলোয়াড় হতে পারলে দেশ তথা দেশের সুনাম বয়ে আনা সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.