আত্নকর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মঙ্গলবার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) রাঙামাটির উদ্যোগে ৩০দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
বিসিক কার্যালয়ে ১ম ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় বিসিক রাঙামাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক রাহুল রায় ও ইউএনডিপি-সিএইচটিডিএফএর স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক মেডিকেল অফিসার ডাঃ ঊমংপ্রু মারমা উপস্থিত ছিলেন। উদ্ধোধনের পর চেয়ারম্যান বিসিকের সেলাই, কোমর তাঁত ও বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
বিসিক রাঙামাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক রাহুল রায় জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে ১ম ব্যচে মোট ১০জন ছাত্র-ছাত্রী ও এলাকার বেকার যুবক যুবতীদের ৩০দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.