পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-কে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল রাঙামাটিতে `Cry Of Dead` (মৃত কান্না)-এর নামের চাকমা শর্ট ফিল্ম প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে।
ধারাশ ফিল্ম প্রডাক্টশনের পরিবেশনায় নিরুপম চাকমা ও জুয়েল চাকমা(পরাণ)-এর পরিচালিত রাজবাড়ীস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় এ ‘ক্রাই অব ডেড’(মৃত কান্না)-এর চাকমা শর্ট ফিল্মটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতায় রয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, শিল্পকলা একাডেমী, তামাজা-স্টক ফটো এজেন্সি ও হেংগরঙ হিল প্রডাক্টস। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েবসাইট হিলবিডিটোয়েন্টিফোর ডটকম।
ধারাশ প্রডাক্টশনের অন্যতম পরিচালক জুয়েল চাকমা জানান, ৩০ মিনিটের ‘ক্রাই অব ডেড’ -এর চাকমা শর্ট ফিল্মে মুলত পরিবেশ ও বন ধ্বংসলীলার কারণে পার্বত্য চট্টগ্রামের ছড়া ও ঝর্না শুকিয়ে এখন মৃত হয়েছে। বাস্তব চিত্র নিয়ে এ চাকমা শর্ট ফিল্মটির কাহিনী চিত্রায়িত হয়েছে। আশাকরি সবাইয়ের কাছে ভাল লাগবে।
তিনি ‘ক্রাই অব ডেড’ শর্ট ফিল্মটির প্রিমিয়ার শো-এর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পানা/সিআর.