রাঙামাটির নানিয়ারচরের ১৯ মাইল নামক স্থানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক(৩১) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ১৯ মাইল এলাকার বেতছড়ি ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থানে এই ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি একে-২২, ১টি ম্যাগজিন, এস এম জি ৩ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড এম জি ফায়ারকৃত খালি খোসা উদ্ধার, একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৩টি বাটন মোবাইল ফোন, ও ১৮৩৫৯- টাকা উদ্ধার করা হয়।
নয়ন চাকমা ওরফে সাজেক চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অধীন বাজে ছড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কান্দারা চাকমা।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙামাটির নানিয়ারচর ১৯ মাইল এলাকায় প্রতিদিনের ন্যায় সেনাবাহিনীর টহল দিচ্ছিলো। এসময় সেনা টহলের উপর সন্ত্রাসীরা আর্তকিত গুলি বর্ষন করলে তারাও পাল্টা গুলিবর্ষন করে। এসময় ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩২) নিহত হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি একে-২২, ১টি ম্যাগজিন, এস এম জি ৩ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড এম জি ফায়ারকৃত খালি খোসা, একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৩টি বাটন মোবাইল ফোন, ও ১৮৩৫৯-টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্ঘলাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, এদিকে, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে নয়ন চাকমা ওরফে সাজেক গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাবী করে বলেছেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়ন চাকমা ও অন্য দুই ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে বেতছড়ি থেকে সোনারাম কার্বারী পাড়ায় যাচ্ছিলেন। তারা ১৯ মাইল (বেতছড়ি) ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছা মাত্র রাঙামাটির দিক থেকে একটি সিএনজি যোগে সাদা পোষাকধারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নয়ন চাকমা নিহত হন। তবে সৌভাগ্যক্রমে অন্য দু’জন দৌঁড়ে পালিয়ে কোন মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হন।
বিবৃতিতে হত্যাকান্ডকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক ও ঠান্ডা মাথায় সংঘটিত করা হয়েছে দাবী করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং অবিলম্বে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.