পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

Published: 02 Dec 2020   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক এমপি উষাতন তালুকদার। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, টিআইবি’র ট্রাষ্টি বোর্ডের সদস্য সুস্মিতা চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক নেত্রী ম্রানু মারমা। স্বাগত বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক জগদীশ চাকমা। অনুষ্ঠানে জনসংহতি সমিতির নেতাকর্মীরা অংশ নেন।


সভায় বক্তারা পার্বত্য চুক্তির ২৩ বছরেও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ করে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে অস্তিশীল পরিস্থিতি বিরাজ করছে। চুক্তি বাস্তবায়িত না হওয়া সরকারের সাথে পার্বত্য মানুষের মধ্যে অবিশ^াস ও সন্দেহ দুরত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানকার মানুষের মাঝে হতাশা ও নিরাশা চেপে বসেছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের জন্য সরকার প্রতি জোর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত