চুক্তির বর্ষপূর্তি উদ্যাপনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগীতা

Published: 02 Dec 2020   Wednesday   

পার্বত্য চুক্তি ২৩বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সেনা রিজিয়নের সার্বিক সহযোগীতায় সদর জোনের উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই নৌকা বাইচ প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়েছে।

 

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডর ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডর কর্ণেল এ এস ফয়সাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ ।

 

বক্তারা বলেন, চুক্তির ফলে পাহাড়ে পাহাড়ি-বাঙালির সম্প্রতিসহকারে বসবাস করছে। এই সম্প্রতির বহিঃপ্রকাশ হলো এই আয়োজন। চুক্তির বর্ষপূর্তিতে হাজার হাজার সাধারণ পাহাড়ি-বাঙালি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।

 

পার্বত্য চুক্তির ২৩বছর পূর্তিতে কাপ্তাই লেকে শত শত পাহাড়ি-বাঙালি প্রাণের উচ্ছাসের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হলো এই নৌকাবাইচ। চারটি ইভেন্টে ৪৬টি দল এই নৌকাবাইচে অংশ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত