খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মাউসের পক্ষ থেকে সংবর্ধনা

Published: 06 Apr 2015   Monday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব গঠিত চেয়ারম্যান ও সদস্যাদের মারমা উন্নয়ন সংসদ(মাউস) পক্ষ থেকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শহরের পানখাইয়া পাড়াস্থ মাউস সদর শাখা মাঠ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনে জাতীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, চাকমা একাডেমী’র সভাপতি সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, পরিষদ সদস্য মোহাম্মদ জাহেদুল আলম, নির্মলেন্দু চৌধুরী, এমএ জব্বার, খগেশ্বর ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, মংক্যচিং চৌধুরী, রে¤্রাচাই চৌধুরী, মংশেপ্রু চৌধুরী অপু, শতীশ চাকমা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল চাকমা, শতরূপা চাকমা ও নিগার সুলতানা।

 

বক্তব্য রাখেন চাকমা একাডেমী’র সভাপতি সাবেক অধ্যাপক মধুমংগল চাকমা, মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি ম্রাগ্য মারমা, সাধারন সম্পাদক সাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা  প্রমূখ। এছাড়া সভায় জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জেলার মহালছড়ি, ভাইবোনছড়া, মাটিরাংগা, লক্ষ্মীছড়ি, রামগড়, গুগড়াছড়ি, মানিকছড়ি, সিন্দুকছড়ি, গুইমারা ও খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন ।

 

অনুষ্ঠানের শুরুতে মাউসের কেন্দ্রীয় কমিটি’র সদস্য ক্যজরী মারমা ও সাংগঠনিক সম্পাদক সাথৈই মারমা আপ্রুশি সন্চালনা সংবর্ধনা অনুষ্ঠানে নব নিয়োগকৃত চেয়ারম্যান ও সদস্যদের ফুল উত্তরীয় ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানান।

 

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন আরও বেশী ভুমিকা রাখতে হবে । বর্তমান সরকার সকল প্রান্তিক জনগোষ্ঠির অবহেলিত মানুষকে সামাজিক উন্নয়নে এগিয়ে আনার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় সুষ্ঠুভাবে পার্বত্য জেলা পরিষদ শক্তিশালীভাবে পরিচালনা এবং জেলার উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে হবে। 

 

সভায় নব নিযুক্ত চেয়ারম্যান কংজরী চৌধুরী সাংসদ  কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর দিক নির্দেশনা মোতাবেক পরিষদ পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় বিদায়ী পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা’র তাঁর কার্যকালে ভুলত্রুটির জন্য সকলের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনার আহবান এবং নবগঠিত পরিষদকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।

 

উল্লেখ্য, গত ২৫মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপনমূলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত কংজরী চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা অন্তবর্তীকালীন পরিষদ গঠন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন দায়িত্ব হস্তান্তর ও অর্পনের আনুষ্ঠানিক মধ্য দিয়ে নতুন অধ্যায়ে যাত্রা শুরু করা হয়  তবে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান প্রত্যাখান করেছেন জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও অন্তবর্তীকালীন পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদানা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত