আর্ন্তজাতিক নারী মানবধিকার রক্ষা দিবস রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা

Published: 29 Nov 2020   Sunday   

আর্ন্তজাতিক নারী মানবধিকার রক্ষা দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


স্থানীয় উন্নয়ন সংস্থা প্রোগেসিভের উদ্যোগে সংস্থাটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা শহীদুজ্জামান মহসিন রোমান। বক্তব্যে দেন নারী নেত্রী টুকু তালুকদার, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, নারী নেত্রী নুকু চাকমা।


এর আগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্লে কার্ড ও ফেষ্টুন নিয়ে বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা অংশ নেন।


সভায় বক্তারা দেশে নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়ে গেছে বাল্য বিবাহও। করোনা ভাইরাস মহামারীতে সারা বিশে^ মানুষ যখন বেঁেচ থাকা নিয়ে আতংকিত তখনি চলছে নারীর উপর ভয়াবহ নির্যাতন। এসব পারিবারিক সহিংসতা অনেক বেড়ে যাওয়া চরম অনিরাপত্তা ভুগছে। আজও নারীরা ঘরে ও বাইরে কোন কাজের ক্ষেত্রে স্বীকৃতি মিলেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত