খাগড়াছড়ি পরিবহন মালিক গ্রুপের গঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ মালিকরা।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস কাবের হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য বিশ^জিৎ রায় দাশ।
সংবাদ সম্মেলনে বলা হয় ২০০৪ সালে খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক সমিতি গঠিত হওয়ার পর থেকে মনগড়া পরিচালনা কমিটি দিয়ে,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ চলছে। তাই তারা গণতান্ত্রিক উপায়ে মালিক গ্রুপ পরিচালনা কমিটি গঠন করার দাবী জানান।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় বিগত ২০১৯ সালের ২ নভেম্বর তারিখে অবৈধভাবে গঠিত কমিটি আগামী ৫ ডিসেম্বরে বাতিল না করলে ৬ ডিসেম্বর থেকে সড়ক অবরোধ ও শান্তি পরিহন মালিক গ্রুপ অফিসে অবস্থান ধর্মঘট করবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন, আবুল কাশেম,মাহবুব আলম, মোঃ হোসেন,মোঃ নাসির ও আব্দুল লফিতসহ পরিবহনের সাধারণ মালিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সভাপতি মাহবুবুল আলম বলেন এ বিষয়ে খাগড়াছড়ি কোটে মামলা চলছে। মামলায় যা হয় তা তিনি মেনে নিবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.