মাস্ক না পরায় রাজস্থলী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

Published: 25 Nov 2020   Wednesday   

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় বাজারে আগত জনগনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

বুধবার, নারামুখ, বাজার এলাকা, বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক, সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান। তিনি মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন।

 

 নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। তবে সংক্রমন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহন, গণপরিবহন ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত