রাঙামাটির মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারে ২য় শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত

Published: 23 Nov 2020   Monday   

রাঙামাটির বরকল উপজেলার মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারে গতকাল রবিবার  ২য় শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দানোৎসবে  রাঙামাটি রাজবন বিহার, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র লংগদু, তিনটিলা বন বিহার, সুবলং শ্রাবস্তী বন বিহার, জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহার, কাট্টলী নীলচন্দ্র ধর্মশক্তি বন বিহার থেকে বিপুল সংখ্যক বৌদ্ধ ভিক্ষু ও  পূর্ণাথীরা অংশ নেন।

 

কঠিন চীবর দানানুষ্ঠানে প্রধান ধর্ম আলোচক ছিলেন, রাঙামাটি রাজবন বিহারের বর্ষীয়ান ভিক্ষু শ্রীমৎ সুমন মহাস্থবির, জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যুক্তিবাদ মহাস্থবির এবং সুবলং শ্রাবস্তী বন বিহারের অধ্যক্ষ সংঘসার মহাস্থবির।

 

এই দান উৎসবে সভাপতিত্ব করেন মহালছড়ি জনতা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভাবনানন্দ ভিক্ষু।

 

অনুষ্ঠানে বৌদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডু দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, বটবৃক্ষ উৎসর্গসহ বিভিন্ন দানীয় সামগ্রী দানোৎসর্গ করা হয়।

 

দিনব্যাপী দুই পর্বের অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়াধন চাকমা। এসময়  অন্যান্যদের মধ্যে  বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, জুরাছড়ি আমতলী ধর্মোদয় বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেতন চাকমা উপস্থিত ছিলেন

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত