জুম ফুল থিয়েটারের ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Published: 20 Nov 2020   Friday   

আনন্দঘন পরিবেশে শুক্রবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জুম ফুল থিয়েটারের ৬তম  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


রাঙামাটি শহরের ভেদভেদীতে জুম ফুল থিয়েটারের ৬তম  প্রতিষ্ঠা বার্ষিকী উলক্ষে  কেক কাটা হয়। এসময় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউটের নৃত্য শিক্ষক সুফলা তংচংগ্যা, সংগীত শিল্পী কমল ত্রিপুরা,  সাংবাদিক সত্রং চাকমা, উছিংচা রাখাইনসহ জুম ফুল থিয়েটারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  সংগীত শিল্পী কমল ত্রিপুরা গান পরিবেশন করেন। 

 

৬তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জুম ফুল থিয়েটার সম্পর্কে বিশদ বর্ণনা দেন সংগঠনের সদস্য স্বরুপা চাকমা ও জুই চাকমা।  পরে জুম ফুল থিয়েটারের সদস্যরা অতিথিদের মিষ্টি মূখ করান।


অতিথিরা জুম ফুলের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন দিক নির্দেশনাসহ নানান পরামর্শ প্রদান করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত