করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধের লক্ষে শুক্রবার রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের মাস্ক বিতরণ ও মাস্ক পরাসহ সামাজিক দুরত্ব বজায় রাখার নিশ্চয়তা করতে জেলা প্রশাসনের উদ্যোগ নিয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে যাওয়া মুসল্লিদের মাস্ক পরা নিশ্চয়তা ও মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে বনরুপা জামে মসজিদে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরের(এনডিসি) নেতৃত্বে মাস্ক পরা নিশ্চয়তা ও মাস্ক বিতরণ করেন। এসময় রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন, বৃহত্তর বনরুপা বাজার সমিতির সভাপতি আবু সৈয়দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাঙামাটি শহরের রিজার্ভ বাজার তবলছড়িসহ বিভিন্ন মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগ মাস্ক পরা নিশ্চয়তা, মাস্ক বিতরণ ও সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায়সহ জনসচেতনা সৃষ্টি করা হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটিতে এ পর্ষন্ত করোনা পজিটিভ ধরা হয়েছে এক হাজার ১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯২২ জন, আইসোলেশনে রয়েছেন ১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.