রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি বনবিহারে দুদিন ব্যাপী ৮ম দানোত্তম কঠিন চীবর দান মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
বিহার প্রাঙ্গনে সকালের দিকে বুদ্ধপুজা, বুদ্ধমুর্তিদান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, পিন্ডুদানসহ বিভিন্ন ধানীয় সামগ্রীর উৎসর্গ করা হয়। সকালে ভিক্ষু সংঘের প্রধান বৌধিরত্ন উপাধিপ্রাপ্ত বনভান্তের অন্যতম শিষ্য ভদন্ত নন্দপাল মহাস্থবিরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।
দুপুরের দিকে পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় দানোৎসব। ধর্ম দেশনা দেন বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধাণশিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অন্যান্য ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা বনবিহার আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধণ মহাস্থবির, এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি দিঘীনালা বনবিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির, ধুতাঙ্গঁ টিলা বনবিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, বরুণাছড়ি সার্বজনীন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কুলজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু।
এতে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন পরিচালনা কমিটির সভাপতি বসুদেব চাকমা প্রতিচার্য্য চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন যমচুগ বনাশ্রম ভাবনাকেন্দ্রের বিহার পরিচালনা সাধারণ সম্পাদক রূপক চাকমা। বরুণাছড়ি সার্বজনীন বনবিহার পরিচালনা কমিটির সভাপতি বসুদেব চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন টিপটিপ চাকমা ও বিক্তরিয়া চাকমা।
উদযাপন কমিটির সভাপতি মায়ারতন চাকমা কঠিন চীবর প্রদান করেন বরুণাছড়ি সার্বজনীন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কুলজ্যোতি ভিক্ষু। দুইদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসবে অংশ নেন হাজারো পুর্ণ্যাথী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.