বাংলাদেশ কালেক্টরেটসহকারী সমিতি(বাকাসস) কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কর্মসূচি ও তাদের বেঁধে দেওয়া পূর্ব ঘোষিত দাবি দাওয়ার প্রেক্ষিতে সোমবার রাঙামাটিতে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারিদের কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সভাপতি জগৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে কর্মবিরতিতে নেতৃত্ব দেন (বাকাসস) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,আনোয়ার হোসেন,প্রগতি খীসা,উমেষ সেখর চাকমা,দিলীপ কুমার দেওয়ান,তোরন চাকমা,অমলেন্দু বিকাশ তঞ্চঙ্গা,মো.নজরুল ইসলাম,জ্যামেতি চাকমা, সুকুমার ত্রিপুরা ও মোঃ জাহিদ হোসেনসহ অনেকে। ১৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে। গেল রোববার থেকে জেলা প্রশাসন মাঠে কর্মচারীদের কর্মবিরতি পালিত হচ্ছে।
কর্মবিরতিকালে নেতৃবৃন্দ বলেন, বাকাসস কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষনা আসলেই ফের আমরা কর্মসূচি বাতিল করবো। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসন কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারিদের পদ-পদবি পরিবর্তন বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট সচিব,বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসকগণ সবাইকে অবগত করার পরও কোন রকম সারা শব্দ না পাওয়ায় কেন্দ্রীয় কমিটি কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। কর্মবিরতি কালিন সময়ে জনসাধারণের সাময়িক কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.