রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে নবনিয়ুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

Published: 05 Apr 2015   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস, এম জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। এসময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়াসহ অন্যান সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় সাংবাদিকরা নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিভিন্ন পরামর্শ বক্তব্যে তুলে ধরাসহ সাংবাদিকতার মান উন্নয়নের জন্য জেলা পরিষদের কাছে সহযোগিতা কামনা করেন। এসময় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন  সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগের আশ্বাস এবং এ ব্যাপারে  জেলা পরিষদের কর্তৃপক্ষের কাছে প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানান।

 

মতবিনিময় সভায় পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, বিগত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে যে আন্তরিকতা ও সহযোগিতা ছিল, নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা ও সহযোগিতা একই থাকবে। 

 

নব গঠিত পরিষদ যাতে এ জেলার সুষম উন্নয়ন থেকে সকল সম্প্রদায়ের জন্য কাজ করতে পারে তার জন্য গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা কামনা করে তিন বলেন, সবাইয়ের সমন্বয়ের মাধ্যমে এ অঞ্চলের অবহেলিত মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থসামাজিক উন্নয়নের জন্য জেলা পরিষদ কাজ করে যাবে।

 

পরিষদ চেয়ারম্যান  আরো বলেন, আওয়ামীলীগ সব সময় অসাম্প্রদায়িক দল ছিল। কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। আমরা সবাই মানুষ, আমাদের সবাইয়ের রক্ত এক।  তাই সেই বিশ্বাসে এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সকল সম্প্রদায়ের সৌহার্দ্যপুর্ন, সম্প্রীতির বন্ধন অটুট রেখে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত