আলীকদম উপজেলার অর্ধ শত বছরের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় কক্ষ সংকটের কারণে পাঠদানে ব্যাহত

Published: 05 Apr 2015   Sunday   

বান্দরবানের আলীকদম উপজেলার  অর্ধ শত বছরের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষামান সন্তোষজনক হলেও  বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়েরে বারান্দায় নিয়মিত পাঠদান করতে  হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে।

 

সম্প্রতি সরেজমিনে জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরে অবস্থিত আলীকদম সরকারী প্রাথমিক বিদ্যালয়টির এমন জীর্ণদশার দিকে কোন নজর নেই কর্তৃপক্ষের। এ বিদ্যালটি প্রতিষ্ঠার পর থেকে আলীকদম উপজেলা আরও বহু পাকা ভবনের স্কুল নির্মিত হলেও উপজেলা সদরের কাছের স্কুল হওয়ার পর ও বিদ্যালয়টি কাচা পাকা রয়ে গেছে। বিদ্যালয়টির শিক্ষার মান ইতিমধ্যেই বিভিন্ন প্রশংসা কুড়িয়েছে। বিগত সময়ে জেএসসি পরীক্ষার্থীরাও শত ভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। তাছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও কম নয়। সম্প্রতি জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়টি দ্বিতল ভবনে উন্নিত করার জন্য সুপারিশ করেছেন। কিন্তু এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।

 

সরেজমিনের সময় দেখা গেছে, বিদ্যালয়টির  একতল পাকা ভবনের ৫টি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ এবং ৪ টি শ্রেনী কক্ষ রয়েছে। এসব কক্ষগুলোতে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে পাঠদান নিচ্ছে।  বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়েরে বারান্দায় বসে পাঠদান গ্রহন করতে  হচ্ছে।  

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফোরকান আরা বেগম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫০ বছরের মধ্যেও সংস্কার না হওয়া অত্যন্ত দুঃখ জনক।  আগামী বর্ষা মৌসুমে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বৃষ্টির পানি পড়ার আশংকা প্রকাশ  রয়েছে। ফলে পাঠদানে ব্যাহত হতে পারে। তিনি অবিলম্বে বিদ্যালয়টির সংস্কারের দাবি  জানান।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন জানান বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটসহ অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষকে  অনেকবার জানানো  হলেও  বাস্তবায়নের কোন আলোরমুখ  দেখেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত