বরকলে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উৎযাপিত

Published: 13 Nov 2020   Friday   

শুক্রবার রাঙামাটির বরকল উপজেলায় বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দিন ব্যাপী ৩৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় সভায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি ও সংঘারম  বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রদ্ধা লঙ্কার মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  ধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটির মৈত্রী বিহারের  ভদন্ত পঞ্ঞাদ্বীপ থের( ভাবনা ভান্তে)  ও বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ বিনয় পাল ভিক্ষু। 

 

ধর্মীয় অালোচনা শুরুতেই ধর্মীয় সঙ্গীত পরিবেশনা ও ভিক্ষুদের ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় অাচারে বুদ্ধমূর্তি দান, সংঘদান,অষ্টপরিষ্কার দান,পিন্ড দান, কল্পতরু দান,হাজারবাতি দান সহ নানাবিধ দান ও উৎসর্গসহ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। 

 

এর অাগে সকালে বাঘাছোলা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বরকল ও জুরাছড়ি অাঞ্চলিক শাখা পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি বোধি প্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সমবেত দায়ক নায়িকাদের উদেশ্য বুদ্ধের অমৃতবাণী ও ধর্মোপদেশ প্রদান করেন লুদিবাজছড়া শাখা বন বিহারের অধ্যাক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষু ও ঢেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমঙ্গল থের প্রমূখ। 

 

রাগীব রাবেয়া কলেজের মাইকেল চাকমা ও ছাত্রী পূণ্যা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনার  কমিটির সদস্য সমর বিকাশ চাকমা ও বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক বাণ্ন চরণ চাকমা প্রমূখ। 

 

এসময় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শুভদর্শী মহাস্থবির, বরকল ও জুরাছড়ি অাঞ্চলিক শাখার পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক ও হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ কল্যাণ শ্রী স্থবির, বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি দয়া ধন চাকমাসহ ভিক্ষু সংঘ ও বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা উপস্থিত বরকল সদর ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.         

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত