রাঙামাটিতে পথচারী ও যানবাহনে মাস্ক ও হ্যালমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশের তৎপরতা

Published: 12 Nov 2020   Thursday   

পথচারী ও যানবাহনে মাস্ক ও মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যবহার নিশ্চিত করতে রাঙামাটি জেলা পুলিশ থেকে বৃহস্পতিবার  তৎপরতা চালানো হয়েছে।

 

সকালে শহরের ব্যস্ততম বনরূপা এলাকা ও দোয়েল চত্বর এলাকায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিভিন্ন সিএনজি, মোটরসাইকেল চালক, বাস ও পথচারীদের মাঝে জনসচেনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হয়। 

 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, বাসস্থানের বাইরে মাস্ক ও হ্যালমেট ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। দিন যত যাচ্ছে, লোকজন ততই মাস্ক ও হ্যালডমেট ব্যবহারে উদাসীন হচ্ছেন। আর শীতে করোনার প্রকোপ আবারো বাড়তে পারে, সাধারন মানুষ অনেকেই মাস্ক ব্যবহার করছে না, তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে মাস্ক ও মোটরসাইকেল চালকদের হ্যালমেট ব্যবহার নিশ্চিত করতে পুলিশ মুলত প্রচারণা চালাচ্ছে। মাস্ক ও হ্যালমেট ছাড়া বাইরে বের হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত